২০১৪ সালের সরকারী আদেশ অনুসারে রেজিস্ট্রেশন ফীঃ
- সাধারণভাবে দলীলের উল্লেখিত মূল্যের ২%, তবে এই ফী ১০০ টাকার নিচে হবে না।
- বায়নানামার ক্ষেত্রে সম্পত্তির মূল্য পাঁচ লাখ টাকার মধ্যে হলে ৫০০ টাকা, পাঁচ লাখের বেশি হলে ১০০০ টাকা আর পঞ্চাশ লাখ টাকার বেশি হলে ২০০০ টাকা।
- নিকটাত্মীয়দের মধ্যে সম্পত্তি দান করা হলে ১০০ টাকা।
- বন্ধকের ক্ষেত্রে ঋণের পরিমান পাঁচ লাখ টাকার মধ্যে হলে ১% (২০০ থেকে ৫০০ টাকা), পাঁচ লাখের বেশি হলে ০.২৫% (১৫০০ থেকে ২০০০ টাকা) আর বিশ লাখ টাকার বেশি হলে ০.১০% (৩০০০ থেকে সর্বোচ্চ ৫০০০ টাকা)।
- সম্পত্তি বাটোয়ারার ক্ষেত্রে ৫০০ থেকে ২০০০ টাকা।
- ট্রাস্ট দলীলের উল্লেখিত মূল্য চার হাজার টাকার বেশি হলে ২৫০০ টাকা।
- দলীলে বর্ণিত সম্পত্তি বা স্বার্থের উল্লেখিত মূল্য না থাকলে ১০০ টাকা।
- অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটোর্নির ক্ষেত্রে মূল্যের ২%, তবে ১০০ টাকার কম না এবং ৪০,০০০ টাকার বেশি না।
- উইল, দত্তক নেয়ার ক্ষমতা এর জন্য ২০০ টাকা।
- হস্তান্তর বা বিক্রির ক্ষেত্রে বিক্রয় মূল্য, দানের ক্ষেত্রে সম্পত্তির মূল্য।
- লিজ-এর ক্ষেত্রেঃ মেয়াদ এক বছরের কম হলে মোট ভাড়া। দশ বছরের কম হলে গড়ে ১ বছরের ভাড়া। দশ বছরের বেশি বা অনির্দিষ্ট কালের জন্য হলে গড়ে দুই বছরের ভাড়া। আর ভাড়া ছাড়াও সালামীর ভিত্তিতে হলে সেই সালামীর পরিমাণ যুক্ত হবে।
- একই সম্পত্তির একই লেনদেন বিষয়ে একাধিক দলীল হলে পরের দলীলগুলো প্রত্যেকটির জন্য শুধু ১০০ টাকা ফি প্রযোজ্য হবে।
Comments
Post a Comment