“বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলো যে এত এত টাকা আয় করতেছে, তাদের কাছ থেকে ট্যাক্স নিলে সমস্যা কী?”
সমস্যা আছে। আইন অনুযায়ী বেসরকারী বিশ্ববিদ্যালয় কোন লাভজনক কিংবা ব্যবসা প্রতিষ্ঠান না। বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কোন মালিক নেই, শেয়ারহোল্ডার নেই। প্রতিটা বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় একটা ট্রাস্টের মাধ্যমে। টিউশন ফি থেকে বিশ্ববিদ্যালয়ের যে আয় হয়, তা কোন মুনাফা না, বিশ্ববিদ্যালয় চালানোর কাজেই সেই টাকা ব্যয় করতে হয়। বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এ বলা আছেঃ “৪৪(৭) কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সাধারণ তহবিলের অর্থ উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় ব্যয় ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে ব্যয় করা যাইবে না।” সরকার আইন করে বলবে বিশ্ববিদ্যালয় ব্যবসা করতে পারবে না, আবার সরকারই বাজেট করে বলবেঃ "লাভ করতেছো, ভাগ দাও", এটা কেমন কথা?
“বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়ে, তাদের বাপের তো অনেক টাকা! এত টাকা দিয়ে সন্তান পড়াতে পারবে, আর ট্যাক্স দিতে পারবে না?”
না, কারণ বাপের টাকার উপর আগে থেকেই আয়কর ধার্য করা আছে। আর শিক্ষা তো আলু পটলের মতো পণ্য না যে টাকা যতবার হাত বদল হবে, বারবার ট্যাক্স দিয়েই যেতে হবে।
“পৃথিবীর অন্যান্য দেশে কি টিউশন ফির উপর ট্যাক্স নেয় না?”
দূরের আমেরিকা বলেন, আর কাছের ভারত বলেন, টিউশন ফির উপর ট্যাক্স তো নাইই, বরং টিউশন ফি বাবদ যে টাকা খরচ করা হয়, তা মূল করযোগ্য আয় থেকে বাদ যায়। অর্থাৎ যে টাকা টিউশন ফিতে খরচ করা হয়েছে, সে টাকার উপর ট্যাক্সই মাফ!
সমস্যা আছে। আইন অনুযায়ী বেসরকারী বিশ্ববিদ্যালয় কোন লাভজনক কিংবা ব্যবসা প্রতিষ্ঠান না। বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কোন মালিক নেই, শেয়ারহোল্ডার নেই। প্রতিটা বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় একটা ট্রাস্টের মাধ্যমে। টিউশন ফি থেকে বিশ্ববিদ্যালয়ের যে আয় হয়, তা কোন মুনাফা না, বিশ্ববিদ্যালয় চালানোর কাজেই সেই টাকা ব্যয় করতে হয়। বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এ বলা আছেঃ “৪৪(৭) কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সাধারণ তহবিলের অর্থ উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় ব্যয় ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে ব্যয় করা যাইবে না।” সরকার আইন করে বলবে বিশ্ববিদ্যালয় ব্যবসা করতে পারবে না, আবার সরকারই বাজেট করে বলবেঃ "লাভ করতেছো, ভাগ দাও", এটা কেমন কথা?
“বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়ে, তাদের বাপের তো অনেক টাকা! এত টাকা দিয়ে সন্তান পড়াতে পারবে, আর ট্যাক্স দিতে পারবে না?”
না, কারণ বাপের টাকার উপর আগে থেকেই আয়কর ধার্য করা আছে। আর শিক্ষা তো আলু পটলের মতো পণ্য না যে টাকা যতবার হাত বদল হবে, বারবার ট্যাক্স দিয়েই যেতে হবে।
“পৃথিবীর অন্যান্য দেশে কি টিউশন ফির উপর ট্যাক্স নেয় না?”
দূরের আমেরিকা বলেন, আর কাছের ভারত বলেন, টিউশন ফির উপর ট্যাক্স তো নাইই, বরং টিউশন ফি বাবদ যে টাকা খরচ করা হয়, তা মূল করযোগ্য আয় থেকে বাদ যায়। অর্থাৎ যে টাকা টিউশন ফিতে খরচ করা হয়েছে, সে টাকার উপর ট্যাক্সই মাফ!
Comments
Post a Comment